বিজয়নগরে ফেইসবুক গ্রুপ আমাদের গ্রাম ফটো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ বিজয়নগর নিউজ ডেস্ক: বিজয়নগরে ইসলামপুর আমাদের গ্রাম ফেজবুক গ্রোপের ফটো প্রতিযোগিতা ২০২১ এর বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার বিকালে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে পুরষ্কার বিতরণ অনুষ্টানে গ্রোপের এডমিন মো,আব্দুস সামাদ উজ্জ্বল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব বিজয়নগর সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু।বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর সর্দার পাড়া সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জুয়েল ভুইয়া সহ উপস্তিত ছিলেন রাকিব মিয়া, আল রাজি সানজি প্রমুখ।পরে বিজয়ী ৫ জনের হাতে ক্রেস্ট ও মগ তুলে দেওয়া হয়। এতে ২৫ জন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন Related posts:১৪ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসআজ তারুণ্যদীপ্ত ইউএনও কে.এম. ইয়াসির আরাফাত বিজয়নগরে যোগদান করবেনবিজয়নগরে প্রেসক্লাব এর পক্ষ থেকে কর্মহীন হতদরীদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন Post Views: ২৩৪ SHARES জাতীয় বিষয়: