ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১ কলকাতায় চিকিৎসার জন্য এসেও শেষরক্ষা হল না। কোভিড কেড়ে নিল কলকাতায় চিকিৎসার জন্য এসেও শেষরক্ষা হল না। কোভিড কেড়ে নিল ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাসকে। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পাশাপাশি সেই রাজ্যে সিপিএমের মুখপত্র ডেইলি দেশের কথার সম্পাদকও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হন গৌতমবাবু। বয়সজনিত কারণে আগে থেকেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার উপর করোনা আক্রান্ত হওয়ায় জটিলতা আরও বাড়ে। চিকিৎসার জন্যই গত ৬ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে করে গৌতম দাসকে কলকাতায় আনা হয়। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। আজ সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। তৃণমূল নেতা কুণাল ঘোষ সিপিএম নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দেহ যাতে ত্রিপুরায় পৌঁছাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করেছেন তৃণমূল নেতা। বাম ছাত্র আন্দোলন থেকে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে গুরুত্ব বাড়ে গৌতম দাসের। অতীতে জাতীয় স্তরে এসএফআইয়ের শীর্ষ নেতা ছিলেন। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছিলেন। ত্রিপুরায় সিপিএমের মুখপত্র ডেইলি দেশের কথা নামক সংবাদপত্রেরও সম্পাদক ছিলেন তিনি। গৌতম দাসের প্রয়াণে ত্রিপুরা সিপিএমে বড় শূন্যতার সৃষ্টি হল। কে। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পাশাপাশি সেই রাজ্যে সিপিএমের মুখপত্র ডেইলি দেশের কথার সম্পাদকও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হন গৌতমবাবু। বয়সজনিত কারণে আগে থেকেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার উপর করোনা আক্রান্ত হওয়ায় জটিলতা আরও বাড়ে। চিকিৎসার জন্যই গত ৬ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে করে গৌতম দাসকে কলকাতায় আনা হয়। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। আজ সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। তৃণমূল নেতা কুণাল ঘোষ সিপিএম নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দেহ যাতে ত্রিপুরায় পৌঁছাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করেছেন তৃণমূল নেতা। বাম ছাত্র আন্দোলন থেকে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে গুরুত্ব বাড়ে গৌতম দাসের। অতীতে জাতীয় স্তরে এসএফআইয়ের শীর্ষ নেতা ছিলেন। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছিলেন। ত্রিপুরায় সিপিএমের মুখপত্র ডেইলি দেশের কথা নামক সংবাদপত্রেরও সম্পাদক ছিলেন তিনি। Related posts:জাতির অভিভাবক , মুক্তবুদ্ধি চর্চার বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর আমাদের মাঝে নেই।বিজয়নগর থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ওসি আতিকুর রহমানবিজয়নগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। Post Views: ২০৪ SHARES আন্তর্জাতিক বিষয়: