ব্রাহ্মণবাড়িয়ায় ‘ খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি’র আয়োজনে মেয়েদের ক্রিকেট টিমের জার্সি ও লগু উন্মোচন

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের ক্রিকেট দলের জার্সি ও লগু উন্মোচন করা হয়েছে।আজ রবিবার বিকেলে পৌর এলাকার মালেক কনভেশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে জার্সি ও লগু উন্মোচন করা হয়। মেয়েদের ওই দলটি আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর রংপুর নারী ক্রিকেট দলের সঙ্গে তিনটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে।
‘খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি’ ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আ ফ ম কাউছার এমরান। প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেন, যুগ্ম – আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু। দলের ম্যানেজার মো. আসাদুজ্জামান শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিইও মুক্তি খান। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক   ফরহাদুল ইসলাম পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ কিবরিয়া খানসহ নারী ক্রিকেটার ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।