কসবায় গোলাপ হাতে শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোলাপ ফুল ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করেছে উপজেলা ছাত্রলীগ। আজ রবিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পক্ষে দুই হাজার গোলাপ ফুল ও দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। ছাত্রলীগ নেতৃবৃন্দ নিজেরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ফুল ও মাস্ক বিতরণ করেন। উপজেলা ছাত্রলীগ সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধের পর খোলার কারণে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে তাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আগতদেরকে মাস্ক দেয়া হয়। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় এ ধরণের উদ্যোগ নেয়া হয়। কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমনের নেতৃত্বে এতে অন্যান্যের মধ্যে অংশ নেন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, কসবা পৌর ছাত্রলীগ সভাপতি সৈকত আলী, টি আলী কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সফিউর রহমান সাগর, সাধারন সম্পাদক সাইমুন চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. সোহেল, মো. আলাউদ্দিন, মো. আলাল, সাফায়েত, দেলোয়ার, হৃদয়, তানভীর, শামীম, সোহাগ, নাঈম, সবুজ, জয়, কাউছার, ইকবাল প্রমুখ। ছাত্রনেতারা কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ, কসবা মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, হাবিবুল ইসলাম মেমোরিয়াল স্কুলে ফুল ও মাস্ক বিতরণ করেন। কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, করোনা মহামারীতে ছাত্রলীগ শুরু থেকেই আইনমন্ত্রী নির্দেশনায় মাঠে ছিলো। এরই অংশ হিসেবে দীর্ঘ দিন পর স্কুল খোলায় শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ছাত্রলীগ এ কর্মসূচি হাতে নেয় Related posts:বিজয়নগরে সাতগাও রুপসী বাংলা যুব স্পোটিং ক্লাবে জাতীয় শোক দিবস পালিতদুষ্কৃতিকারীদের ঘৃণ্য ষড়যন্ত্রকে প্রতিহত করবে জাগ্রত জনতা: মোকতাদির চৌধুরীকলোম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৯ সেনা নিহত Post Views: ২৩৪ SHARES আন্তর্জাতিক বিষয়: