সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে গণ সংবর্ধনা

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

সৌদি আরব প্রতিনিধি :
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরত পাওয়ার দাবীকে দেশ-বিদেশে গণমুখী করার লক্ষ্যে সদ্য ঘোষিত সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নবগঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দকে আল জুবাইল প্রাদেশিক বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের পক্ষ থেকে সন্ধ্যায় আল জুবাইলে আল মদিনা হোটেলে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।
আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ সভাপতি জসীম উদ্দীন শামীম, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ সভাপতি শেখ আব্দুল মান্নান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির
সাংগঠনিক সম্পাদক মাহবুব আল হুদা মামুন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির উপদেষ্টা আব্দুল আজিজ, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আরমান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবাইল প্রাদেশিক বিএনপির উপদেষ্টা আতিক আহমেদ দানা, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি জালাল মজুমদার
প্রমুখ।
সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি জালাল মজুমদার, সহ সভাপতি ডালিম খান, সহ সভাপতি আবু সুফিয়ান, আল জুবাইল বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন খান, জাহাঙ্গীর আলম, যুব দলের সভাপতি অহিদুল ইসলাম সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম এলাহী, সামসুল হক, ফারুক মিয়া, আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব, আমিনুর রহমান খাদেম, আল জুবাইল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুহেল নুর, মোঃ তুহিন ভূঁইয়া, আমিনুল ইসলাম রাব্বি, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে ।