মাদক ব্যবসা করে রিকশা চালক থেকে তিন বাড়ির মালিক, অবশেষে ইয়াবাসহ ধরা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১ বিজয়নগর নিউজ।। পেশায় ছিলেন রিকশা চালক মনির হোসেন। মাত্র ৫/৬ বছরে যেন পেয়ে গেছেন আলাদিনের চেরাগ। মালিক হয়েছেন ৩টি বাড়ির। এছাড়াও রয়েছে তার মালিকানাধীন অনেক জমিজমা। কিন্তু তার এই অর্থবিত্তের মালিক হওয়ার বিষয়টি ছিল অনেকটা ওপেন সিক্রেট। ব্রাহ্মণবাড়িয়া জেলার সেমন্তঘর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে ও পৌর এলাকার গোকর্ণঘাটের বাসিন্দা মনির হোসেন ও তার স্ত্রী রহিমা বেগম ওরফে চম্পা (৩৮) এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। কিন্তু দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও প্রমাণ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করতে পারেনি। অবশেষে বুধবার (০৮ সেপ্টেম্বর) তাদের নিজ বাড়ি থেকে এই দম্পতিকে হাতেনাতে ২০০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এছাড়াও তাদের বাড়িতে মাদক সরবরাহ করতে এসে ধরা খেলেন জেলা শহরের দক্ষিণ পৈরতলার আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত হুমায়ুন মিয়ার স্ত্রী বানেছা বেগম (৪৮)। বিকেলে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। Related posts:পঁয়তাল্লিশ বছর একে অপরের সঙ্গে দেখাত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস আর নেইব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এমপি মোকতাদির চৌধুরী Post Views: ১৭০ SHARES আইন-আদালত বিষয়: