কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ট্যুরিস্ট ভিসা চালু’ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১ বিজয়নগর নিউজ।। ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এ সময় তিনি বলেন, ‘গত চার মাসে দুই দেশের বাণিজ্য বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌ-পথ উন্নত করা হচ্ছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ শেষ হবে।’ তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার সময় নিয়ে তাঁর কাছে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। তবে তিনি জানান, ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা দেওয়া দরকার। ভারতীয় হাই কমিশনার সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া আসেন। স্থলবন্দরে তাঁকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, কসবা সার্কেল এর সহকারি পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ Related posts:বিজয়নগরে মহিলা মেম্বার কাকুলী ইয়াবা সহ আটককোটা সংস্কার আন্দোলন মানুষের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রেরআবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার Post Views: ২১২ SHARES আন্তর্জাতিক বিষয়: