বিজয়নগরে উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন এর আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.ইয়াসির আরাফাতকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার ছায়মার সভাপতিত্বে উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: রেজাউল আমীনের সঞ্চলনয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ক্লাব বিজয়নগর এর সভাপতি ও উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা মৃনাল চৌধুরী লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহানুর জাহান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মো: নূরুল আমীন,প্রেস ক্লাব বিজয়নগর এর দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতির বিজয়নগর প্রতিনিধি তানভীর আমিদ রাজীব। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.ইয়াসির আরাফাত।

উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন এর শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মো:সোহেল মিয়া,মো: কাওছার মিয়া,মো:আশ্রাফুল ইসলাম,পিন্টু মালাকার,ছালমা বেগম,চমন আফরোজা, প্রমুখ।