বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১


সৌদি আরব প্রতিনিধি-
১ সেপ্টেম্বর বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল জুবাইল প্রাদেশিক বিএনপির উদ্যোগে সন্ধ্যায় আল জুবাইল কমিউনিটি হলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান, সাবেক সভাপতি আব্দুল আজিজ, আল জুবাইল প্রাদেশিক স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠিতা সভাপতি ও আল জুবাইল বিএনপির উপদেষ্টা শোয়াইব বিন আহমেদ সোহেল, আল জুবাইল বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল ইসলাম, আল জুবাইল প্রাদেশিক যুবদলের সভাপতি অহিদুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান আরিফ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আল জুবাইল বিএনপির সহ সভাপতি আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী, আল জুবাইল বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন খান, আল জুবাইল বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল নুর, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন আলম নিরব প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন – দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম বিএনপি প্রতিষ্ঠা করেন। হারানো গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরত পাওয়া ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।