ট্রলার ডুবিতে নিহতদের স্বরনে প্রেসক্লাব বিজয়নগর এর উদ্যোগে দোয়া মাহফিল অনুস্টিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ প্রেসক্লাবের শোক প্রকাশবিজয়নগর প্রতিনিধি ঃ বিজয়নগরে ট্রলার ডুবিতে নিহতদের স্বরনে প্রেসক্লাব বিজয়নগর এর উদ্যোগে দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে।আজ রবিবার সকালে প্রেসক্লাবে নিহতের আত্বার মাগফেরাত কামনায় দোয়া শেষে পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসক্লাব সদস্যরা। প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধূরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হকের পরিচালনায় এতে উপস্তিত ছিলেন সহ সভাপতি লিংকন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সারুয়ার হাজারি পলাশ, সহ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তানভির অমিত রাজিব, কোষাধ্যক্ষ কাজী শরিফ উদ্দিন,রুবেল প্রমুখ। Related posts:এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীরসাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাব বিজয়নগরের নিন্দাশহীদ ‘সেলিম-দেলোয়ার দিবস সেলিম দেলোয়ার, তিতাস; আন্দোলনের লাল পলাশ’। Post Views: ২৮২ SHARES গণমাধ্যম বিষয়: