লইসকা বিলে ডুবে যাওয়া নৌকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই নৌকাটি অবশেষে উদ্ধার হয়েছে।আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করা। এরপর বেলা ১২টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। নৌকার ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে দুটি বালুবোঝাই বাল্কহেডের সাথে সংঘর্ষে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল। নৌকাটিতে অতিরিক্ত Related posts:পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কারডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিশোক দিবসে প্রেসক্লাব বিজয়নগরের আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৯৫ SHARES জাতীয় বিষয়: নৌকাবিজয়নগরব্রাহ্মণবাড়িয়ালইসকা বিলসমাপ্ত