পরকিয়ার অভিযোগে বিধবার চুল কেটে মাথা ন্যাড়া করে ভিডিও বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বিধবা নারীকে চুল কেটে মাথা ন্যাড়া করে নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে এই ঘটনায় জড়িত থাকায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল জেলার (৪৫) এক নারীর বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। তার স্বামী মারা যাওয়ায় সে বর্তমানে বিধবা। স্বামীর মৃত্যুর পর সুহিলপুর গ্রামেই স্বামীর বাড়িতে বসবাস করছেন তিনি। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুল (৩৫) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে তিনি। পরকীয়ার বিষয়টি মেরাজুল এর স্ত্রী তানজিনা আক্তার জানতে পারে এবং এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-ঝাটি হতো। গত ২২জুলাই ওই নারীকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার তার বাবা বাড়িতে মুঠোফোনে যোগাযোগ করে আসতে বলে। সেখানে ওই নারী গেলে তানজিনা ও তার বোন রাশিদা সহ আরও কয়েকজন মিলে তাকে মারধোর করে এবং মাথার চুল কেটে ব্লেড দিয়ে ন্যাড়া করে দেয়। এসময় ঘটনাটি তারা ভিডিও করে রাখে। সেই ভিডিও বিষয়টি আজ নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। তবে ভিকটিমকে এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় তাৎক্ষণিক তানজিনার বোন রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। Related posts:গোপনে কিস্তির টাকা আদায় করায় ম্যানেজার সহ ১৫জন আটকবিজয়নগরে প্রধানমন্ত্রী প্রণোদনা পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণনবীনগরের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন বিএনপি থে... Post Views: ২১৪ SHARES আইন-আদালত বিষয়: