জনপ্রশাসন, জনসেবা ও করোনা ভাইরাস সমাচার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১ কে.এম. ইয়াসির আরাফাত জনপ্রশাসন, জনসেবা ও করোনা ভাইরাস সমাচার ঃ ২০১৯ এর ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের উপস্হিতি টের পায় বিশ্ববাসী!সারা বিশ্ব দাপিয়ে বেড়া এই ভাইরাস উন্নত বিশ্বকে নাস্তানাবুদ করে ছাড়ে।৮ মার্চ ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়।২৬ শে মার্চ ২০২০ হতে বাংলাদেশে শুরু হয় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মহাযুদ্ধ।অনেক সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ জনগনকে নিয়ে সরকারের বিভিন্ন গনমূখী পরিকল্পনায় উন্নত বিশ্বের চেয়ে বাংলাদেশ করোনা মোকাবেলায় অধিকতর দক্ষতার চাপ রেখেছে। করোনা মহামারীর দীর্ঘ ১৮ মাসে কুমিল্লার লালমাই ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিরসভাপতি হিসেবে সরকারেরগৃহিত সকল কর্মসূচি সম্মূখভাগে থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করছি ।সরকারি বিধিনিষেধ কার্যকরে মোবাইল কোর্ট পরিচালনা, প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ,করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ,করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আর্থিক প্রণোদনা, খাদ্য সহায়তা বিতরণ; এসব কাজ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি !এ বিশাল কর্মযজ্ঞ করতে গিয়ে নিজের ও পরিবারের দিকে তেমন তাকাতে পারিনি।তবুও দীর্ঘদিন করোনামুক্ত ছিলাম। টিকা দিয়েছি ।কিন্তু করোনা ঘরে হানা দিলো গত ১৬ আগস্ট ২০২১!ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে আছি।টিকা দেওয়াতেই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত করোনা ঘায়েল করতে পারেনি।কিন্তু এ চারদিনে জনসাধারণের অভূতপূর্ব ভালবাসার নিদর্শনে আমি ও আমার পরিবার অভিভূত ।হোম আইসোলেশনে থাকায় কারো সাথে সাক্ষাত্ দিচ্ছি না। বেশিরভাগ শুভাকাঙ্ক্ষী ফোনে খোঁজ নিচ্ছেন।কিন্তু এরমাঝে কিছু প্রিয়জন নিষেধ করা স্বত্বেও বাংলোর গেইটে নিরাপত্তাপ্রহরীদের জ্বালাতন করছেন আমাকে একনজর দেখতে। এদের আমি ফেরাই কি করে? এ অকৃত্রিম ভালবাসা শোধ করব কি করে? মানুষকে আপন করে নিলে তারা বহুগুণে তা ফিরিয়ে দেয় এটা জনপ্রশাসনে চাকরি না করলে হয়তো তেমন করে বুঝা যেতোনা। করোনাকালীন হোম আইসোলেশনে থেকে এ উপলব্ধি আরো দৃঢ় হচ্ছে । আমি স্বপ্ন দেখি করোনামুক্ত পৃথিবীর যেখানে আবার সবাই মিলিত হবো উল্লাসমূখর পরিবেশে মানুষের স্বতঃস্ফূর্ত পদচারণায়! কে.এম. ইয়াসির আরাফাতউপজেলা নির্বাহি অফিসারবিজয়নগরব্রাহ্মণবাড়িয়া Related posts:বিজয়নগরে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামী ছিনতাইছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হয়েছেন সাদ্দাম সাধারণ সম্পাদক ইনানআজ চিকিৎসা শেষে দেশে ফিরছেন মোকতাদির চৌধুরী এমপি Post Views: ৩৮০ SHARES আইন-আদালত বিষয়: