বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেযোগ দিচ্ছেন মো. সাজেদুল ইসলাম বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. সাজেদুল ইসলাম’কে পদায়ন করা হয়েছে। বুধবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়।এদিকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাতকে মাদারীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়। গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল আমীন রাষ্ট্রপতির আদেশক্রমে সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইয়াসির আরাফাতকে পদায়ন করেন।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা সাজেদুল ইসলাম ইতিপূর্বে মন্ত্রীপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) পদে কর্মরত ছিলেন। গত ৩১মে তাকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসপবে পদায়নের জন্যে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরআগে তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। Related posts:বিজয় নগরে আশ্রয়ণ প্রকল্পের জমির মূল্য প্রদানব্রাক্ষনবাড়িয়ায় র্যাবের হাতে পাসপোর্টের ১২ দালাল আটকমুক্তিযুদ্ধে বিজয়নগর Post Views: ১৭০ SHARES আইন-আদালত বিষয়: