বিজয়নগরে ৪০টি পরিবারের মাঝে এান সামগ্রী বিতরন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিভিন্ন জাতের গাছের চারা বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এান পূনর্বাসন কর্মকর্তার মাধ্যমে বিজয়নগর উপজেলা চত্বরে বাজনা বাদক সম্পদায় ও অসহায় ৪০টি পরিবারের মাঝে এান সামগ্রী তুলে দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল,প্রেস ক্লাবের সভাপতি জনাব মৃনাল চৌধুরী লিটন, সাংবাদিক তানভীর আমীদ রাজীব বাছির মেম্বার,সাংবাদিক শাহীন মাহমুদ মেহেদী হাসান সহ আরও অনেকে।করোনা ভাইরাস এর কারনে অনান্য দেশের তুলানায় আমাদের দেশে ও দারিদ্র্যতার হার বেড়ে গেছে। দারিদ্র্যতার দুর করতে আমাদের সরকার ত্রান বিতরণ কাযক্রম গ্রহন করছে Related posts:আজ বিপ্লবী ক্ষুদিরাম বসু,র প্রয়ান দিবসআদিবাসী দিবসের ইতিহাস সবার জানা উচিতশহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের আজীবন সদশ্য হলেন সাবেক ছাএনেতা রাজু Post Views: ২৭৯ SHARES অর্থনৈতিক বিষয়: