দুই ডোজ টিকা নেওয়ার পরও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াছির আরাফাত করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১


বিজয়নগর নিউজ দুই ডোজ টিকা নেওয়ার পরও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াছির আরাফাত করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৬ই আগস্ট সোমবার সোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

, গত রোববার ইউএনও কে এম ইয়াছির আরাফাত শরীরে অসুস্থতা দেখা দেয়।

পরে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। একই সাথে তার স্ত্রী দুই মেয়ে শরীরেও করোনার উপসর্গ রয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পাশাপাশি বিজয়নগরবাসী করোনা মহামারি মোকাবেলায় সহযোগীতা চেয়ে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন

প্রেসক্লাব বিজয়নগরের দোয়া কামনা

এ ছাড়াও প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন ও সাধারন সম্পাদক জিহদুল হক বাবু এক বিবৃতিতে ইউএনও কে এম ইয়াছির আরাফাত সহ তার পরিবারের সদশ্যগনের সুস্থতার জন্য বিজয়নগর বাসীর নিকট দোয়া কামনা করেন