আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে আসছি: র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া
সদর-৩ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং
জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত  বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আত্নজীবনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িকতার বিপক্ষে লিখেছেন। শক্ত গণতন্ত্রের পক্ষে বলেছেন। ধনী দরিদ্র বৈষম্য কমিয়ে একটি সুচারু গণতান্ত্রিক অর্থনৈতিক কথা বলেছেন।কিন্তু তা এখন অনুপস্থিত।
তিনি আজ সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোকতাদির চৌধুরী বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে আসছি। এ অবস্থা হচ্ছে আমরা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সামনে আনতে পারিনি। অনেকেই ষড়যন্ত্র করেছিল। তাদের মুখোশ উন্মোচন করা দরকার ছিল। তিনি প্রশ্ন তোলেন, কেন তাহেরউদ্দিন ঠাকুর  ও নূরুল ইসলাম মজুমদারের সাজা হলনা? কেএম উবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন ছাড় পেয়ে গেল। তারা ভাল মানুষ হয়ে গেল। কয়েকজন সেনা কর্মকর্তা তাদের ফাঁসি হয়ে গেল। ওরা কয়েকজন কেবল অপরাধী। আর কেউ অপরাধী না?
বঙ্গবন্ধু হত্যার পেছনে আর কারোর কি ইন্দন নেই? অংশগ্রহণ নেই। অবাক কান্ড। এটা কোনো কথা হলো।  নেপথ্যে কারা জড়িত ছিল তদন্ত করে সামনে আনা হউক। আমরা নেপথ্যের ঘটনার অবসান চাই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সারাদেশে আলবদর, রাজাকার, স্বাধীনতাবিরোধী যারা ছিল তারা সকলেই সেইদিন মাঠে নেমে এসেছিল। সেইদিনের অবস্থাদৃষ্টে মনে হয়েছিল দেশটা তাদের হয়ে গেছে। তিনি বঙ্গবন্ধু কর্মময় জীবনী ও তার পরিবারের স্মৃতিচারণ করতে গিয়ে  দীর্ঘ আধ ঘন্টা ভার্চ্যুয়াল  কনফারেন্সে বক্তব্য রাখেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ  প্রফেসর ড:মো: শাহ আলম, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, জেলা সিভিল সার্জন ডা: একরাম উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব আলম খোকন, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। এর আগে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাদ উল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রহুল আমীন।