মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্রাক্ষণবাড়িয়ার শামীম

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মুখলেছুর রহমান অভি;
সৌদি আরব প্রতিনিধি ;
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা
গেলেন ব্রাক্ষণবাড়িয়ার শামিম
চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আমাদের
ছেড়ে চলে গেলেন না ফেরার
দেশে আরও একজন
রেমিট্যান্স যোদ্ধা। গত
সোমবার সৌদি আরবের স্থানীয়
সময় সকাল ১০ ঘটিকার সময়
সৌদি আরবের দাম্মাম প্রদেশের
আল জুবাইলে রয়েল কমিশন
রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
তিনি নিহত হন।এ দু্র্ঘটনায়
আরু বেশ কয়েক জন আহত
হয়েছে।বর্তমানে মো.শামীম
চৌধুরীর লাশ রয়েল কমিশন
হসপিটালের মর্গে আছে।নিহত
শামীম চৌধুরীর দেশের বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া জেলার
বাঞ্চারামপুর উপজেলার
রুপসদি গ্রামে।তিনি দীর্ঘ দিন
ধরে প্রবাসে ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়,
নিহত শামীম চৌধুরীর মরদেহ
দেশে নেওয়ার ইচ্ছা পোষণ
করেছে তার পরিবার।ইতিমধ্যেই
কাগজ পত্রের বিভিন্ন পক্রিয়া
সমপন্ন হচ্ছে।আর কিছু কাগজ
বাকি আছে।সেগুলি হাতে
ফেলে লাশ দ্রুত দেশে পাঠানো
হবে।নিহত শামীম চৌধুরী
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা
ছিলেন।তার মৃত্যুতে
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের পক্ষ থেকে
শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছেন
সংঘটনের সভাপতি আরিফুর
রহমান বাবু ও সাধারণ
সম্পাদক সাইদুল ইসলাম
এলাহী।এই প্রতিবেদকের কথা
হয় প্রবাসি কসবার ডালিম খাঁন, আখাউড়ার মো. রাজীব তারা
বলেন,শামীম ভাই খুব ভাল মনের মানুষ ছিলেন।তিনি
সবসময় সদাহাস্যজ্বল
ছিলেন ।
আল জুবাইল বাংলা টিভির
প্রতিনিধি ও প্রবাসি সাংবাদিক
জাফর আহমেদ খাঁন বলেন, ইতিমধ্যেই নিহত শামীমের
পরিবারের সাথে কথা হয়েছে।
উনারা দেশে লাশ নিতে আগ্রহী। ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের সভাপতি
আরিফুর রহমান বাবু বলেন,
লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য
আমরা প্রবাসী কল্যাণ সংসদের
পক্ষ থেকে সার্বিক সহযোগিতা
করছি।আশাকরি দ্রুত লাশ
পরিবারের কাছে হস্তান্তর করতে
পারবো।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্রাক্ষণবাড়িয়ার শামীম

মুখলেছুর রহমান অভি;
সৌদি আরব প্রতিনিধি ;
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা
গেলেন ব্রাক্ষণবাড়িয়ার শামিম
চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আমাদের
ছেড়ে চলে গেলেন না ফেরার
দেশে আরও একজন
রেমিট্যান্স যোদ্ধা। গত
সোমবার সৌদি আরবের স্থানীয়
সময় সকাল ১০ ঘটিকার সময়
সৌদি আরবের দাম্মাম প্রদেশের
আল জুবাইলে রয়েল কমিশন
রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
তিনি নিহত হন।এ দু্র্ঘটনায়
আরু বেশ কয়েক জন আহত
হয়েছে।বর্তমানে মো.শামীম
চৌধুরীর লাশ রয়েল কমিশন
হসপিটালের মর্গে আছে।নিহত
শামীম চৌধুরীর দেশের বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া জেলার
বাঞ্চারামপুর উপজেলার
রুপসদি গ্রামে।তিনি দীর্ঘ দিন
ধরে প্রবাসে ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়,
নিহত শামীম চৌধুরীর মরদেহ
দেশে নেওয়ার ইচ্ছা পোষণ
করেছে তার পরিবার।ইতিমধ্যেই
কাগজ পত্রের বিভিন্ন পক্রিয়া
সমপন্ন হচ্ছে।আর কিছু কাগজ
বাকি আছে।সেগুলি হাতে
ফেলে লাশ দ্রুত দেশে পাঠানো
হবে।নিহত শামীম চৌধুরী
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা
ছিলেন।তার মৃত্যুতে
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের পক্ষ থেকে
শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছেন
সংঘটনের সভাপতি আরিফুর
রহমান বাবু ও সাধারণ
সম্পাদক সাইদুল ইসলাম
এলাহী।এই প্রতিবেদকের কথা
হয় প্রবাসি কসবার ডালিম খাঁন, আখাউড়ার মো. রাজীব তারা
বলেন,শামীম ভাই খুব ভাল মনের মানুষ ছিলেন।তিনি
সবসময় সদাহাস্যজ্বল
ছিলেন ।
আল জুবাইল বাংলা টিভির
প্রতিনিধি ও প্রবাসি সাংবাদিক
জাফর আহমেদ খাঁন বলেন, ইতিমধ্যেই নিহত শামীমের
পরিবারের সাথে কথা হয়েছে।
উনারা দেশে লাশ নিতে আগ্রহী। ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের সভাপতি
আরিফুর রহমান বাবু বলেন,
লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য
আমরা প্রবাসী কল্যাণ সংসদের
পক্ষ থেকে সার্বিক সহযোগিতা
করছি।আশাকরি দ্রুত লাশ
পরিবারের কাছে হস্তান্তর করতে
পারবো।

মুখলেছুর রহমান অভি;
সৌদি আরব প্রতিনিধি ;
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা
গেলেন ব্রাক্ষণবাড়িয়ার শামিম
চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আমাদের
ছেড়ে চলে গেলেন না ফেরার
দেশে আরও একজন
রেমিট্যান্স যোদ্ধা। গত
সোমবার সৌদি আরবের স্থানীয়
সময় সকাল ১০ ঘটিকার সময়
সৌদি আরবের দাম্মাম প্রদেশের
আল জুবাইলে রয়েল কমিশন
রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
তিনি নিহত হন।এ দু্র্ঘটনায়
আরু বেশ কয়েক জন আহত
হয়েছে।বর্তমানে মো.শামীম
চৌধুরীর লাশ রয়েল কমিশন
হসপিটালের মর্গে আছে।নিহত
শামীম চৌধুরীর দেশের বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া জেলার
বাঞ্চারামপুর উপজেলার
রুপসদি গ্রামে।তিনি দীর্ঘ দিন
ধরে প্রবাসে ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়,
নিহত শামীম চৌধুরীর মরদেহ
দেশে নেওয়ার ইচ্ছা পোষণ
করেছে তার পরিবার।ইতিমধ্যেই
কাগজ পত্রের বিভিন্ন পক্রিয়া
সমপন্ন হচ্ছে।আর কিছু কাগজ
বাকি আছে।সেগুলি হাতে
ফেলে লাশ দ্রুত দেশে পাঠানো
হবে।নিহত শামীম চৌধুরী
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা
ছিলেন।তার মৃত্যুতে
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের পক্ষ থেকে
শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছেন
সংঘটনের সভাপতি আরিফুর
রহমান বাবু ও সাধারণ
সম্পাদক সাইদুল ইসলাম
এলাহী।এই প্রতিবেদকের কথা
হয় প্রবাসি কসবার ডালিম খাঁন, আখাউড়ার মো. রাজীব তারা
বলেন,শামীম ভাই খুব ভাল মনের মানুষ ছিলেন।তিনি
সবসময় সদাহাস্যজ্বল
ছিলেন ।
আল জুবাইল বাংলা টিভির
প্রতিনিধি ও প্রবাসি সাংবাদিক
জাফর আহমেদ খাঁন বলেন, ইতিমধ্যেই নিহত শামীমের
পরিবারের সাথে কথা হয়েছে।
উনারা দেশে লাশ নিতে আগ্রহী। ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি
কল্যাণ সংসদের সভাপতি
আরিফুর রহমান বাবু বলেন,
লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য
আমরা প্রবাসী কল্যাণ সংসদের
পক্ষ থেকে সার্বিক সহযোগিতা
করছি।আশাকরি দ্রুত লাশ
পরিবারের কাছে হস্তান্তর করতে
পারবো।