ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন ৪০ জন সাংবাদিক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১ করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতির কারণে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহযোগিতার চেক বিতরণ হয়েছে। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের মধ্যে এসব চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাওসার। এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছেন। এই করোনাকালীন সময়ে কৃষক থেকে শুরু করে সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সাংবাদিকদের অসহায়ত্ব অন্য জায়গায়। কারণ সাংবাদিকের পক্ষে যেকোন কাজ করা সম্ভব হয় না। আবার নিজের কাজটা ছেড়েও দেয়াও সম্ভব হয় না। এখানে থাকাটা মানেই প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা। তিনি বলেন, এই চেক কোনো ত্রাণ বা অনুদান নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের খোঁজ রাখা। এই অনুদান তারই অংশ। অনুষ্ঠানে চেক গ্রহণকারী সাংবাদিকগন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Related posts:কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ীটি এখন ধ্বংসস্তূপ৭১ এর ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকানাসিরনগরে জাতীয় ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন Post Views: ২০২ SHARES আন্তর্জাতিক বিষয়: