‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন বিজয়নগরে ১৩৫ টি পরিবার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার ১৩৫ টি পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের মধ্যে আজ দুপুরে মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে এ খাবার তুলে দেন।এ সময় ইউএনও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসনের অনলাইনে আরও আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরন করা হবে।
আমাদের ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন, তাদের তথ্য যাচাই-বাচাই করে ইতোমধ্যে ১৩৫ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।