জেলা ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী’র অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী’র অবস্থান কর্মসূচি

আজ ১০ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পিসি আর ল্যাব স্থাপন, কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু ও আই সি ইউ স্থাপনের দাবিতে জেলা ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময়ে জেলা যুব মৈত্রী’র আহ্বায়ক মোঃ নাসির মিয়া’র সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ফাহিম মুনতাসিরের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া’র আহবায়ক সাংবাদিক আব্দুন নূর, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামী, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি ব্রাহ্মণবাড়িয়া’র সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন, সম্প্রীতির বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া’র সংগঠক এডভোকেট রাখেশ রায়, জেলা যুব মৈত্রী’র যুগ্ম আহবায়ক, শরিফ আহমেদ খান, কাজী তানভীর মাহমুদ শিপন, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য মোঃ বাছির মিয়া, জেলা ছাত্র মৈত্রী’র সদস্য মুহয়ী শারদ, আরমান উদ্দিন, পলাশ রায়, মোঃ জিহাদ প্রমূখ।