করোনায় মৃত ও আক্রান্তদের জন্য বাতিঘরের উদ্যোগে দোয়া মাহফিল বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘরের উদ্যোগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক আরেফিন হৃদয়ের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাতিঘরের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আবুল হাসনাত মো. রাফি, শেখ আশিকুর রহমান পিয়াস ও ডিএসবি সদস্য শাহাদাত হোসেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্য আবুল হাসনাত মো. রাফির পিতা ও মাইটিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, তার স্ত্রী জেসমিন কাউসার, রাফির স্ত্রী কাকলী হাসনাত ও রাদিয়া বিনতে রাফিসহ সংগঠনের সদস্য শেখ আশিকুর রহমান পিয়াসের ছোটভাই মুফতি ইখলাছুর রহমানসহ করোনায় আক্রান্ত সকল রোগীদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহম্মদ ও পিয়াসের মা মরহুমা নাসিমা রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষ্ণধন দাস এবং রতনসহ বাতিঘর ও ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যরা। দেশ-বিদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসী, প্রবাসী বাঙালিদের মধ্যে ইতোমধ্যেই যারা মহামারী করোনায় পরলোকগমন করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা ও সংগঠনের পৃষ্ঠপোষক তাসলিমা সুলতানা খানম নিশাতসহ ডাক্তার-নার্স ও সাংবাদিক-ফ্রন্ট লাইন যুদ্ধাদের সুস্থতা কামনা করেও বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও মোনাজাত করেন সংগঠনের এডমিন হাফেজ জাহিদ। দোয়া শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়। Related posts:বিজয়নগরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহতযুবলীগের নতুন সভাপতি পরশ সাধারণসম্পাদক নিখিলসাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী আর নেই Post Views: ৩৪৯ SHARES আন্তর্জাতিক বিষয়: