বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে গণটিকা দান কাযক্রমের প্রথম দিনে টিকা নিলেন ৬ শত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১ বিজয়নগর নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে গণটিকা দান কার্যক্রমের প্রথম দিনে টিকা নিলেন ৬ শত মানুষ। ইউনিয়ন পরিষদের নির্ধারিত ৩টি বুথে সাধারন মানুষ উপস্থি হয়ে এ টিকা গ্রহন করেন। এ ব্যাপারে হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়া জানান , উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সদস্যগণ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যাপক সচেতনামূলক প্রচারের কারনে সকল গুজব ও ভয়ভীতি কাটিয়ে ইউনিয়নের নয় ওয়ার্ডের সাধারন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টিকা গ্রহন করছে। ক্যাম্পেইনের প্রথম দিনে নারী ও বয়স্ক ব্যাক্তিদের উপস্থিতি ছিল বেশী। মহিলাদের টিকা দিতে পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্কদের ও অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হয়েছে। সবাই যাতে স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহন করে, সে বিষয়টির প্রতি ও গুরুত্ব দেয়া হয়েছে। চেয়ারম্যান আরো জানান,সকাল থেকে টিকা দান কর্মসূচী দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে এম ইয়াসির আরাফাত মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানান । Related posts:আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাবিজয়নগরে বেসরকারি শিক্ষকদের প্রনোদনার টাকা দুর্নীতি করে নিলেন সরকারী কর্মচারীব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ তিন আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন Post Views: ২১৯ SHARES জাতীয় বিষয়: