৩৩৩ নম্বরে কল করে বিজয়নগরে অসহায় ৪০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১ ৩৩৩ নম্বরে কল করে বিজয়নগরে অসহায় ৪০টি পরিবারকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার ৫ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাত উপজেলা ভবনের সামনে আবেদনকারীদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মসুরের ডাল, বড় সাবান ২টি ও মাস্ক।কে.এম ইয়াসির আরাফাত জানান, ৩৩৩-এ কল দিয়ে আবেদন করে ৪০টি পরিবার, তাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, রাজনৈতিক ব্যক্তিসহ অন্যরাও উপস্থিত ছিলেন। Related posts:প্রাথমিক থেকে মাধ্যমিকে পরীক্ষায় আসছে বড় পরিবর্তনরাজনীতি: কেজরিওয়াল ‘স্টাইল’আজ আসাদ দিবস Post Views: ১৯৭ SHARES অর্থনৈতিক বিষয়: