হেলেনা জাহাঙ্গীরকে সেফুদা ডাকতেন নাতনি, ছিল লেনদেনও বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ নানান অভিযোগে র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীর অস্ট্রিয়া প্রবাসী আলোচিত বাংলাদেশি নাগরিক সেফুদার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। এছাড়াও সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার সাথে তার লেনদেন ছিল বলে জানিয়েছে র্যাব। সেফুদা তাকে নাতনি হিসেবে সম্বোধন করতেন বলে র্যাবকে জানিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান খন্দকার আল মঈন বলেন, সেফুদা সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন। তার সঙ্গে গ্রেফতারকৃত হেলেনার নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এক ক্ষুদে বার্তায় তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। তার বাসায় বিপুল পরিমাণের মাদকসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। Related posts:বিজয়নগরে ৯২কেজি গাজাসহ দুইজন আটকব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটকবিজয়নগর উপজেলা হবে দেশের একটি আধুনিক উপজেলা র আ ম উবাইদুল মোকতাদির চৌধুরী এম পি Post Views: ২৫৯ SHARES আন্তর্জাতিক বিষয়: