শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: জাতিকে এর খেসারত দিতে হবে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১ ইউনেস্কো এবং ইউনিসেফ সম্প্রতি যৌথ বিবৃতি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে। আমরা এই দুটি বিশ্বসংস্থার সাথে একমত। আমাদের দেশেও ৫ আগস্ট পর্যন্ত চলমান কঠোর লকডাউনের পরপরই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এ জন্য বিশেষ ব্যবস্থাপনার পরামর্শ নেওয়া যেতে পারে। এই অতিমারির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় বাল্যবিবাহ বেড়ে গেছে, কিশোর অপরাধ বেড়ে গেছে। পড়াশোনা ও পড়ার মান প্রায় শূন্যের কোঠায়। বিত্তবান পরিবার ব্যতীত মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোতে এ সংকট খুবই মারাত্মক। জাতি ও বিশ্বের সবাইকে এর খেসারত দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রেও আমাদের বক্তব্য একই। অনলাইন এবং অফলাইন উভয়ভাবে নিয়ন্ত্রিত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া উচিত। Related posts:রাষ্ট্রভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হক ‘হাসিনা খুনের নেশায় মাতাল, মোদীর সঙ্গে আখড়া গেড়েছেন’সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ সেপ্টেম্বর ২০২৪ Post Views: ৩৫৩ SHARES আন্তর্জাতিক বিষয়: