মাহমুদুর রহমান মান্নার বড় ভাই এর মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ ব্রাহ্মনবাড়িয়ার বিজয় নগর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার বড় ভাই ‘ বিশিষ্ট সমাজ সেবক ‘ চানপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এর পিতা ‘ পাহাড়পুরের বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল আউয়াল ওরফে আবু শামা (৭০) আজ সোমবার সকালে পাহাড়পুর ইউনিয়নের ধুরানাল নিজ বাড়িতে হৃদযন্ত্রত্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি —- রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বিকেলে সাড়ে ৬ টায় পাহাড়পুরের বামুটিয়া পুন্ন মুড়া মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উনার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটন Related posts:যুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্যাসিনোতে র্যাবের অভিযানবিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে গণটিকা দান কাযক্রমের প্রথম দিনে টিকা নিলেন ৬ শতমো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ Post Views: ২৩৬ SHARES জাতীয় বিষয়: