মান্না দের সেই কফি হাউজের ঢাকার মইদুল আর নেই’ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ প্রখ্যাত সঙ্গিতশিল্পী মান্না দের বিখ্যাত গান ‘কফি হাউজের সেই আড্ডাটা আর নেই’ গানের একটি কথা ছিল মইদুল ঢাকাতে। মইদুল মান্না দের একজন ঘনিষ্ট বন্ধু। তার নাম নূর আহমদ। বুধবার সন্ধ্যায় ঢাকার এ্যাপোলো হসপিটালসে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মইদুলকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চবি্বশ পরগণায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন। ১৫ বছর বয়সে সংগীত শিল্পী মান্না দের সঙ্গে পরিচয় হয় তার। মান্না দের গানের আসরে অন্যদের সঙ্গে তিনিও নিয়মিত যোগ দিতেন। কলকাতার ক্রীড়াঙ্গনে খেলোয়াড় হিসেবে বেশ সফল হন তিনি। ঢাকায় এসেও তিনি ব্যাডমিন্টন ও ফুটবল খেলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ইকবাল স্পোর্টিং ক্লাবের হয়ে। ১৯৬৪ সালেই তিনি পাকিস্তান রেডিওতে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। Related posts:অতিরিক্ত পণ্য কিনলেও হবে জেল জরিমানা_ জেলা প্রশাসকহেফাজতি জংলি ফুল মামুনুল বলেনি কবুল কবুলহেফাজতের তান্ডবে ফেসবুকে উসকানিদাতারাও আইনের আওতায় আসছে Post Views: ৪৬৩ SHARES আন্তর্জাতিক বিষয়: