বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর শীর্ষস্থানে ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ প্রতিনিধি সম্প্রতি কুয়েতে বাংলাদেশী বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক, প্রিন্ট এবং আনলাইন কর্মরত গনমাধর্মীদের সম্নয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।সংগঠনটি নির্বাচনে শীর্ষস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুই কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার মঈন উদ্দিন সরকার সুমন ( এন টিভির কুয়েত প্রতিনিধি) সভাপতি, ও বিজয় নগর উপজেলার পাহাড় পুর ইউনিয়ন পরিষদের মোহাম্মদ হেবজু মিয়া (ডিবিসি নিউজ কুয়েত প্রতিনিধি) সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত হয়েছেন।এদিকে মঈন উদ্দিন সরকার সুমন বাংলাদেশ জনপ্রিয় টিভি চ্যানেল এন টিভি ও নিউজ 24 কুয়েত ও বিজয়নগর নিউজ এর প্রতিনিধি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।অন অন্যদিকে মোহাম্মদ হেবজু মিয়া তিনি কুয়েতে একজন বিশিষ্ট ব্যবসায়ী পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ডিবিসি নিউজ ও জাগো নিউজ24 ডটকম এবং বিজয় নগর নিউজ ডটকম এর রিপোর্টার হিসেবে প্রতিনিধিত্ব করছন । সম্প্রতি কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে হলে মঈন উদ্দিন সরকার সুমন সভাপতি ও মোহাম্মদ হেবজু মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। Related posts:প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেনবিজয়নগর ব্যাচেলর ডরমিটরিতে নির্বাহী কর্মকর্তার টিভি প্রদানবাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোকতাদির চৌধুরীর এম পি Post Views: ২৬২ SHARES আন্তর্জাতিক বিষয়: