ঢাকা থেকে ১৬ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় আসলেন ট্রাক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ঢাকার মহাখালী থেকে চট্টগ্রামের রাউজানের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী এই লরী ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১৬ ঘন্টা। ট্রাকের চালক ও হেলপার গতকাল দুপুর ৩ টায় বাইপাস সড়কের পুনিয়ট এলাকায় সাংবাদিকদের বলেন, গতকাল দিনে ঢাকার মহাখালী থেকে এইপথে রউনা হয়েছি। এখন প্রায় তিনটা বাজে ব্রাহ্মণবাড়িয়ায় এসে যানযটে পরে আছি। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের জন্য সোমবার ১২ জুলাই সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব যানবাহন লাঙ্গলবন্ধ সেতুর এক পাশ দিয়ে চলাচল করতে পারবে এবং রাত ১০টার পর থেকে বুধবার ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পথে আসেন বিশাল আকারের হাজার হাজার মালবাহী লরীট্রাক Related posts:ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্টিতবিজয়নগরে চেয়ারে বসিয়ে মুক্তিযোদ্ধাদের খাদ্য সহাযতা প্রদান করলেন ইউ এন ও মেহের নিগারসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান ইউ এন ও ইরফান উদ্দিন Post Views: ২৫১ SHARES জাতীয় বিষয়: