একজন উপজেলা নির্বাহী অফিসারের অনুভূতিঃ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২১ একজন উপজেলা নির্বাহী অফিসারের অনুভূতিঃ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিয়ে তিলকে তাল বানানো অপপ্রচারে গত কয়েকদিন খুব বিমর্ষ ছিলাম। একজন নবীন কর্মকর্তা হিসেবেতো আমাদের আবেগের সবটুকু দিয়েই আমরা দিনরাত পরিশ্রম করেছি হতদরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। জাতির পিতাকে অন্তরে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে সাথী করেইতো গাঁথা হয়েছে প্রতিটি ইট পরম মমতার বুননে! অতিবৃষ্টি হয়তো ভাসিয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩১৮ টি ঘরের মাত্র ৩০০টি ঘরের সামান্য অংশ; তাতো মেরামতও হয়েছে এবং হচ্ছে।০.২৫% (দশমিক দুই পাঁচ শতাংশ) অংশের ক্ষতিতে কি ভেসে যাবে বাংলাদেশের স্বপ্ন-শত মানুষের ভালোবাসার শ্রম?এতই কী ঠুনকো সবকিছু। আমরা জানি, আমাদের এগিয়ে যাওয়ার স্মারক যা-কিছু, যা কিছু আমাদের অহংকারের নিশাণ তাকে গোড়াতেই ছিন্ন করে দিতে অপপ্রচার আর অপপ্রয়াসের ঘাটতি হয়নি কখনো- সেই পদ্মা সেতু থেকে, ঘরে ঘরে বিদ্যুৎ হয়ে এই ছিন্নমুলের আশ্রয়- আশ্রয়ন প্রকল্প পর্যন্ত।বহু দিনের চেনা পুরণো চক্রান্তজীবিদের তো চিনি; তাদের ষড়যন্ত্রের ছকও পরিচিত!! কিন্তু, নিজেদের যারা, যাদের সাথে পেশার রাখিবন্ধন, চেতনার শ্লোগানে যারা উদ্দীপ্ত বলে দাবি করে অহর্ণিশ- তারা কেন তাল মেলালো এই অপপ্রয়াসের ষড়যন্ত্রে? এসব ভাবনায় গুমরে থাকা বিমর্ষ মনকে আলোর ঝলকানিতে আজ উদ্ভাসিত করেছে ভিডিও কনফারেন্সিং-এ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আর সচিব স্যারের বক্তব্য। তাইতো, আমরা কেন সামান্য ধাক্কায় নূয়ে পড়বো? জাতির পিতার স্বপ্ন পুরনের তো এখনো ঢের বাকি; মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সানুদেশ- একুশ শ’ সালের বাংলাদেশতো আমাদেরই গড়তে হবে! শত বাধা পেরিয়েইতো আমাদের যাত্রা। এ ক্লান্তিহীন যাত্রায় আমরা আরো সতর্ক হবো; আরো যত্নবান হবো-মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি স্বপ্ন বুননে। আর জানিয়ে রাখি, অপপ্রচার আর ষড়যন্ত্রের আঘাতে আমরা নূয়ে পড়বোনা কখনো, বরং তা আমাদের চেতনাকে আরো শাণিত করবে। ভিডিও কনফারেন্সিং শেষে পুণর্বার মুজিববর্ষের এই শপথ নিয়েই কর্মস্থলে ফিরেছি।সুএ বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইসবুক থেকে Related posts:আজ তেভাগা আন্দোলনের নেএী ইলা মিএের প্রয়ান দিবসহেফাজতকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিনির্ধারিত সময় এলেই টিকা নেব: মুস্তফা কামাল Post Views: ২২৩ SHARES অর্থনৈতিক বিষয়: