স্মরণ : ভাষা সংগ্রামী এডভোকেট আব্দুস সামাদ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১ স্মরণ : ভাষা সংগ্রামী এডভোকেট আব্দুস সামাদ প্রবীণ রাজনীতিবিদ,সামাজিক সাংস্কৃুতিক ব্যক্তিত্ব, লেখক ,ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা, ভাষা সংগ্রামী এডভোকেট আব্দুস সামাদ এর মৃত্যুবার্সিকী আজ। উনার প্রতি প্রগাঢ় শ্রদ্ধাঞ্জলি । মহান ভাষা আন্দোলনের নানা ইতিহাস শুনেছি উনার কাছে। উনার সান্নিধ্যে উনার মাধ্যমে উনার জন্যই জাতির হিরন্ময় সূর্যসন্তান ভাষা সংগ্রামীদের দের কাছে পাওয়ার সৌভাগ্য হয়েছে। ছবিতে পরম শ্রদ্ধেয় ভাষা সংগ্রামী প্রয়াত আবদুল মতিন, প্রয়াত গাজিউল হক,আহমদ রফিক, কামাল লোহানী সহ অন্যান্যদের পাশে আমি। সকলের প্রতি জানাই শ্রদ্ধা। ছবির মধ্যে ভাষাসৈনিক প্রয়াত এডভোকেট আব্দুস সামাদ। বিভিন্ন ক্ষেত্রে উনার অবদান চির স্মরনীয় হয়ে থাকবে। ভাষা সংগ্রামী এডভোকেট আব্দুস সামাদ স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ২০১৯।সন্ধ্যায় জেলা নাগরিক কমিটি আয়োজিত স্মরণ সভায় । আল আমীন শাহীন এর ফেইসবুক থেকে Related posts:রাস্টু মিয়ার মা লাল চান বেগম মৃর্তুতে র আ ম উবাইদুল মোকতাদিরচৌধুরী এমপি র শোক প্রকাশব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদ্রাসার সংবাদ বর্জনের সিদ্ধান্ত ॥ সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দাবিব্রাহ্মণবাড়িয়ার আরও দুই থানার ওসি বদলি Post Views: ২০৬ SHARES আন্তর্জাতিক বিষয়: