বিজয়নগরে তিনশত বোতল মাদকসহ গ্রেপ্তার এক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১ জেলার বিজয়নগর থানাধীন জালালপুর এলাকায় কাইমুদ্দি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহমানের বসতবাড়ি তল্লাশি করিয়া ভারতীয় তৈরি তিনশত বোতল কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘটনাস্থলে এক জনকে হাতেনাতে গ্রেফতার করে এবং উদ্বারকৃত মাদক জব্দ করা হয়েছে। এছাড়াও উক্ত মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার দায়ে আরো পলাতক তিন জনকে আাসামী বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:চীনে ভারী বৃষ্টিতে ভূমিধস, নিহত ৮আজ তারুণ্যদীপ্ত ইউএনও কে.এম. ইয়াসির আরাফাত বিজয়নগরে যোগদান করবেনমুক্তিযুদ্ধ প্রতিদিন ২রা ডিসেম্বর ১৯৭১। Post Views: ২০৪ SHARES আইন-আদালত বিষয়: