প্রধানমন্ত্রীকে ৮’শ কেজি কুইন্স আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১ এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে শুভেচ্ছা উপহার হিসেবে কুইন্স আনারস পাঠিয়েছেন ভারতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপ যোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহারের ৮০০কেজি আনারস গুলো পাঠানো হয়। আখাউড়া – আগরতলায় শূন্য রেখায় আনারসের চালান ত্রিপুরা ইন্ড্রাষ্টি এন্ড কমার্স টুরিজম এর পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝা’র হাতে তুলে দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ইন্ট্রিগ্রেটেট চেকপোষ্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষন জমাতিয়া,আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেব সহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে গত ৫জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩০০কেজি হাড়িভাঙা আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Related posts:শাহআলম সরকারের মৃত্যুতে গভীর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি শোকমো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগবিজয়নগরে আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্টিত Post Views: ১৭৭ SHARES আন্তর্জাতিক বিষয়: