আগরতলায় স্মৃতিস্তম্ভ বিলোপ: পূন স্হাপনকর জন্য মৃনাল চৌধুরী লিটনের বিবৃতি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২১ একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত তথা ত্রিপুরার মানুষের বিশাল সমর্থন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ত্রিপুরার রাজধানী আগরতলার কেন্দ্রস্থল পোষ্ট অফিস চৌমোহনির ৪০ ফুট উঁচু শহীদ স্মৃতিস্তম্ভটি ভারত ও বাংলাদেশের গণমানুষের অভিন্ন মুক্তির আকাক্সক্ষা ও সৌহার্দ্যরে অন্যতম প্রধান স্মৃতিচিহ্ন, যা দুই দেশের বীর শহীদদের সম্মিলিত রাখিবন্ধনের সাক্ষী। আগরতলার এই স্মৃতি-বিজড়িত স্থানটি ঘিরেই ত্রিপুরা রাজ্যের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধরত গণমানুষকে ঐতিহাসিক ঋণবন্ধনে আবদ্ধ করেছিল। এই স্মৃতিস্তম্ভটি সম্প্রতি বিলোপ করা হয়েছে বলে আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি। দুই দেশের রক্তরঞ্জিত সম্পর্কের ইতিহাস-জড়িত স্মৃতিস্তম্ভটি সরিয়ে ফেলায় আমরা ব্যথিত বোধ করছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে স্মৃতিস্তম্ভটি যথাস্থানে স্বমহিমায় পুনঃস্থাপনের অনুরোধ জানাই এবং দুই দেশের মানুষের সম্পর্কের প্রতীকী স্মৃতিস্মারক সমূহ যথাযথ সংরক্ষণের প্রয়োজন বোধ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি ও সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক ও সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটন Related posts:প্রবাসী জহিরুল ইসলাম এর ঈদুল আযহা শুভেচ্ছাবাংলা ভাষাবাসি মানুষদের স্বাধীন রাষ্ট্রের ভিত তৈরী করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা...করোনাভাইরাস: বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট Post Views: ৩৬০ SHARES আন্তর্জাতিক বিষয়: