ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মামলা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী মানুষিক ভারসাম্যহীন এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির বাবা সোমবার মধ্যরাতে অভিযুক্ত সাত্তার মিয়া (৫২)কে আসামী করে মামলাটি দায়ের করেন। সাত্তার মিয়া জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম। পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, দুপুরের ৯ বছরের বয়সী শিশুটি চকলেট কিনতে একই এলাকার সাত্তার মিয়া (৫২) দোকানে যায়। পরে সাত্তার চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে মুদিমালের দোকানের পিছনের একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই শিশুর চিৎকার শুনে এলাকার যুবকরা এগিয়ে আসেন। এরই মাঝে সাত্তার মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে। শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত নেওয়া হয়েছে। এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় রাতে থানার মামলা দায়ের করা হয়েছে। শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। Related posts:আওলিয়া বাজারে মানবিক সাহায্য বিতরন করলেন মৃনাল চৌধুরী লিটনসঠিকভাবে বাস্তবায়ন না হলে শুধু পরিকল্পনা করে লাভ নেইগৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ...বিজয়নগরে ভূমিসেবা সপ্তাহ পালন। Post Views: ২৮২ SHARES আইন-আদালত বিষয়: