বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১ প্রিয় বিজয়নগর উপজেলাবাসী,অাসসালামু অালাইকুম আপনারা সকলেই অবগত আছেন যেকোরবানির ঈদ অতি সন্নিকটে।চলমান করোনা পরিস্থিতির অবনতি এবং লকডাউন চলমান থাকায় পশুর হাটগুলো হয়তো অন্যান্য বছরের ন্যায় স্বাভাবিক ভাবে পরিচালনা করা সম্ভব হবেনা। এই মুহুর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া,তাই আপনাদের সকলের নিরাপত্তার কথা মাথায় রেখেউপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোঃ অামিনুল হক এর তত্বাবধানে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্যএকটি ফেসবুক গ্রুপ(বিজয়নগর অনলাইন কোরবানির পশুরহাট)খোলা হয়েছে।আপনাদের সবাইকে কোরবানি পশু ক্রয়-বিক্রয়ের জন্য উক্ত প্লাটফর্ম ব্যবহার করার অনুরোধ করছি। সেই সাথে যারা ইন্টারনেট চালনায় অনভিজ্ঞ তাদেরকেও সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। -অনুরোধক্রমে কে.এম.ইয়াসির অারাফাতউপজেলা নির্বাহী অফিসার ,বিজয়নগরব্রাহ্মণবাড়িয়া Related posts:করোনা নিয়ে র আ ম উবাইদুল মোক্তাদিরচৌধুরী এম পি আহবানসরাইল থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন আসলাম হোসেনকরোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন Post Views: ১৮৪ SHARES আন্তর্জাতিক বিষয়: