ম্যাজিস্ট্রেটের সামনে সিগারেটের প্যাকেটের সাথে বেড়িয়ে গেল ইয়াবা, ৩মাসের জেল বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনে এনামুল হক (২৬) নামের এক যুবককে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর একটার দিকে জেলা শহরের কাউতুলী মোড়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা প্রদান করেন। এনামুল হক পৌর এলাকার কাউতুলী দক্ষিণপাড়ার কালন মিয়ার ছেলে। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সন্দীপ তালুকদার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সন্দীপ তালুকদার জানান, সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লকডাউনের দায়িত্ব পালন করে আসছে। রোববার দুপুরের আমি শহরের কাউতুলী মোড়ে দায়িত্ব পালন কালে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহীর প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটের সাথে ইয়াবা সেবন করার একটি পাইপ বের হয়ে আসে। তা দেখে সাথে থাকা পুলিশ সদস্যরা ওই মোটরসাইকেল আরোহী যুবকের পকেট থেকে এক পিছ ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, এই ঘটনায় আটক যুবককে ৩মাসের কারাদণ্ড ও ৩হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বেলা ৩টার দিকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে Related posts:প্রখ্যাত গণসংগীতশিল্পী মুক্তিযোদ্ধা ফকির আলমগীর আর নেই২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে ক্ষমা চাওয়ার দাবিকসবায় ৩ট্রাক ভারতীয় গরু সহ ৬ চোরাকারবারী আটক Post Views: ১৬১ SHARES আইন-আদালত বিষয়: