ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যও আম পাঠালেন প্রধানমন্ত্রী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিকআপযোগে এ উপহার পাঠানো হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কাস্টমস সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী (ট্রাফিক)। ভারতের পক্ষে আম গ্রহণ করেন আগরতলা বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, সহকারী হাই কমিশনার মো. জোবায়ের হোসেন, আগরতলা হাই কমিশনের সচিব আসাদুজ্জামান এবং বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী। উপহারের এই আম আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। এর আগে রবিবার (৪ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ২ হাজার ৬০০ কেজি আম উপহার পাঠানো হয় Related posts:চল গেলেন সরকার এর গর্ভধারিণী মা আনোয়ারা বেগমগ্রেফতারী পরোয়ানার আসামীকে নিয়ে ফটোসেশন করলেন নবীনগর থানার ওসি।র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র Post Views: ১৮৩ SHARES আন্তর্জাতিক বিষয়: