ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় কিশোরীর মৃত্যু বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর নামক স্থানে পিকআপ গাড়ির ধাক্কায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় দূর্ঘটনায় নিহত কিশোরী মোছা: সাইমা (১৪) ঐ এলাকার হামদু চৌধুরীর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়,রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান সাইমাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:বিজয়নগরে ই্ঁদুর নিধনে প্রশিক্ষণ প্রাদানগ্রেফতারী পরোয়ানার আসামীকে নিয়ে ফটোসেশন করলেন নবীনগর থানার ওসি।সম্রাটের বিরুদ্ধে অস্ত্র-মাদক আইনে দুই মামলা Post Views: ১৯১ SHARES জাতীয় বিষয়: