বিজয়নগরে লকডাউনের চতুর্থ দিনেও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি!

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

বিজয়নগর নিউজ ডেস্ক : করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে লকডাউনের চতুর্থ দিনেও বিজয়নগর উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি চালিয়েছেন।

আজ (৪ জুলাই) রবিবার দিনব্যাপী উপজেলার আমতলী বাজার,চান্দুরা মোড়, সাতবর্গ বাজার, ইসলামপুর বাজার, বিজয়নগর উপজেলার সীমান্ত চেকপোস্ট এর সামনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত।

অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী ১৩টি মামলায় ১৯জনকে ৪৯ হাজার ৭০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিদিন সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কোভিড-১৯ এর পরিস্থিতি নিয়ে সর্তক করা হচ্ছে। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছি । তবে কিছু মানুষ সরকারি আদেশ অমান্য করছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং লকডাউন কার্যকর করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।