বিজয়নগরে বৃদ্ধের লাশ উদ্ধার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে আবেদ আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ আবেদ আলীর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এরআগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবেদ আলী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের রাতিরনগর গ্রামের মৃত সোলাইমানের ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, আবেদ আলী বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন। গতকাল বুধবার দুপুরে কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া আসেন আবেদ আলী। স্থানীয় লোকজন বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডের মেসার্স হাজী রহমান ফিলিং স্টেশনের দক্ষিন পাশে রাস্তায় আবেদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা হাইওয়ে পুলিশ জানালে রাতেই তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। তিনি জানান, হয়তো কোন দূরপাল্লার ট্রাক অথবা যানবাহনে ধাক্কায় আবেদ আলী মারা গেছেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। মরদেহ উদ্ধার পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। Related posts:আজ বিপ্লবী নির্মলকুমার সেনের প্রয়ান দিবসআশুগঞ্জে ফেন্সিডিল সহ প্রাইভেটকার জব্দ, আটক-২শহীদ ধীরেন্দ্র নাথ দও ও আমার মায়ের ভাষা Post Views: ১৩৯ SHARES আইন-আদালত বিষয়: