সোমবার থেকে কঠোর লকডাউন, মাঠে থাকছে সেনাবাহিনী-বিজিবি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এই লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘কালকে আমরা এ বিষয়ে (কঠোর লকডাউন) প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ২৮ জুন সোমবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। পরে প্রয়োজনে আরও বাড়ানো হবে। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনী মোতায়েন থাকবে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। অফিস বন্ধ থাকবে। ৩০ জুন বাজেট পাসের বিষয় আছে, এ সংক্রান্ত যে কার্যক্রম আছে, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) রিলেটেড, হিসাব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে। এছাড়া সব বন্ধ থাকবে।’ ফরহাদ হোসেন বলেন, ‘জরুরি সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে।’ Related posts:ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ায় মামলাবিজয়নগরে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণব্যারিস্টার সুমনকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বললেন হাইকোর্ট Post Views: ২৩৩ SHARES আইন-আদালত বিষয়: