বিজয়নগরে প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

বিজয়নগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৃনাল চৌধুরী লিটন ( সাপ্তাহিক তিতাসবাণীর সম্পাদক) কে সভাপতি ও মোঃ জিয়াদুল হক বাবু (দৈনিক ইত্তেফাক) কে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের দ্বি- বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রমাণিক কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম লিটন (বাংলা টিভি,সম্পাদক ও প্রকাশক ৭১ খবর), সহ-সভাপতি আশরাফুল ইসলাম লিংকন(বিজনেস বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক সারুয়ার হাজারী পলাশ( দৈনিক যুগান্তর, এশিয়ান টিভি,সম্পাদক ও প্রকাশক রাইটটাইমস ২৪ ডট কম), সহ -সম্পাদক শফিকুর রহমান শাহীন(নিউ ন্যাশন), দপ্তর সম্পাদক তানভীর আমীদ রাজীব (আমাদের অর্থনীতি), অর্থ বিষয়ক সম্পাদক কাজী শরিফ উদ্দিন ( দৈনিক নবচেতনা , সম্পাদক সময়কাল নিউজ ডট কম), প্রচার সম্পাদক অপুর্ব দেব (তিতাস কণ্ঠ) ,পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন চিশতী (চ্যানেল এস) , কার্যকরী সদস্য খায়রুল কবির (বিজয় টিভি), নাসির উদ্দিন (নবচেতনা) , কাজী নুরুদ্দিন রুবেল (কলেজ ক্যাম্পাস) , সদস্য কাজী রিফাত, শাহীন চৌধুরী (ফ্রনটিয়ার) , রুবেল মিয়া (রুদ্রবাংলা), জুয়েল ভূইয়া প্রমুখ।