সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই। শনিবার ভোররাত ৪টা ১৫মিনিটে তিনি বুকে ব্যথাজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূঁইয়া অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে জড়িত থেকে এলাকার শিক্ষা বিস্তারে অনবদ্য অবদান রেখে গেছেন। জন হিতৈষী ও শিক্ষানুরাগী এই বিশেষ ব্যক্তির আকস্মিক মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বাদ আছর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে। Related posts:গরু কলা গাছ খেয়ে ফেলায় কিশোরকে পিটিয়ে হত্যানাপা ট্রাজেডির মুলহোতা আটকইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে Post Views: ২১৩ SHARES আন্তর্জাতিক বিষয়: