কসবায় দায়িত্ব পালনকালে পিকআপ চাপায় পুলিশের এসআই নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলায় দায়িত্ব পালনকালে দ্রুতগামী পিকআপ চাপায় মোস্তফা কামাল নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ১২টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরআগে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটির কালামুড়ি এলাকায় পিকআপ তাকে চাপা দিলে গুরুতর আহত হন। নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত হাজী আলী আজমের ছেলে। জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা পিকআপে এসআই মোস্তফা কামালকে পিছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। সাথে থানা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। রাত ১২টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। Related posts:প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে র আ ম উবাইদু...১২০০ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশকিংবদন্তি ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি ঘটক (দত্ত)মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ২৬২ SHARES আইন-আদালত বিষয়: