আটকে পড়া বৈধ প্রবাসীরা আগষ্টের শুরু থেকে কুয়েতে প্রবেশ করতে পারবে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ মোহাম্মদ হেবজু কুয়েত প্রতিনিধি কুয়েতের মন্ত্রীসভা টিকা গ্রহণকারি বৈধ আকামাধারী বিদেশি শ্রমিকদের ফিরিয়ে আনতে অনুমতি দেওয়ার জন্য একটি সুপারিশ পেশ করলে মন্ত্রী পরিষদ অনুমোদন দেয় । ১৭ জুন বৃহস্পতিবার সরকারের মুখপাত্র তারিক আল মাজরাম এর উদ্ধৃতি দিয়ে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইস এ খবর প্রকাশ করেছে।বলা হয়েছে কুয়েতের বাহিরে আটকা পড়া বৈধ প্রবাসীদের যারা কুয়েত সরকারের অনুমোদিত ভ্যাকসিন ফাইজার, অক্সফোর্ড, জনসন এবং মোদার্না গ্রহন করেছেন কেবল তারাই আগামী ১ লা আগষ্ট থেকে কুয়েতে প্রবেশ করতে অনুমোতি দেয়া হবে । এর ফলে বৈধ আকামাধারী প্রবাসীদের আগষ্টের শুরুতে কুয়েত প্রবেশে করতে পারবে ।তবে বিমান ভ্রমণের ৭২ ঘন্টা মধ্যে পিসিআর পরিক্ষার করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।এবং দেশটিতে প্রবেশের পর ৭ দিন নিজ বাসায় হোম কোয়ারান্টিনে থাকতে হবে এবং ৭ দিন পর পিসিআর টেষ্ট নেগেটিভ হলেই কেবল কোয়ারান্টিন প্রিয়ড শেষ হবে তিনি আরো জানান প্রবাসীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া ও বিমান বন্দরে ব্যবস্থাপনা বিষয়ে আরো কয়েক দিন পর বিস্তারিত ঘোষণা করা হবে কুয়েতে অবস্হানরত যে সকল বৈধ প্রবাসীরা কুয়েতের নির্ধারিত ভ্যাকসিনের ২ টি ডোজ গ্রহণ করেছে তারাই নিজ নিজ দেশে ভ্রমণ করতে পারবে। Related posts:বাবুনগরী-সাজিদুরদের মাদ্রাসাগুলোর আয়-ব্যয় সম্পর্কেও অনুসন্ধান জরুরিদুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহবিজয়নগরে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি সুস্ততা কামনায় দোয়াও আলোচনা Post Views: ১৯৭ SHARES আন্তর্জাতিক বিষয়: