জবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়ারম্যান শফিকুল ইসলাম

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদের স্থলাভিষিক্ত হবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১৪ জুন পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মোহাম্মদশফিকুলইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান নিযুক্ত তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাএলীগ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাবেক সভাপতি ও সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক মৃনাল চৌধুরী লিটন