বিজয়নগর থানায় নতুন ওসি হিসাবে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. লোকমান হোসেনকে পদায়ন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. লোকমান হোসেনকে পদায়ন করা হয়েছে। শনিবার (১২ জুন) সন্ধ্যায় তাকে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে বিজয়নগরে পদায়ন করা হয়। তিনি জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছিলেন।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় লোকমান হোসেনকে বিজয়নগরের নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের নতুন ওসি হিসেবে ইন্সপেক্টর আলমগীর হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি গোয়েন্দা পুলিশেরই ইন্সপেক্টর ছিলেন।এর আগে গত বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে বিজয়নগর থানার ওসি মো.আতিকুর রহমানকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। Related posts:বিজয়নগরে ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে নির্বাচিতদেশের সব অনিবন্ধিত নিউজ পোর্টাল ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। Post Views: ২৫৯ SHARES আইন-আদালত বিষয়: