ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তিযোদ্ধা সনদ, গেজেট এবং ভাতা বাতিল বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২১ বিজয়নগর নিউজ ডেস্ক :ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমের মুক্তিযোদ্ধা সনদ, গেজেট এবং মুক্তিযোদ্ধা ভাতা সরকারী ঘোষণায় বাতিল করা হয়েছে। সাোগত ২২ মে ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের ৪৮##!.০০.০০০০.০০৬.৯৯.০০৫-১৮-৩৩০ নম্বাসর স্মারকে এই নির্দেশ দেয়া হয়েছে। ;+৷ দদফকপৈপ্রসঙ্গত, স্বালধীনতার প্রায় ২৭ বছর পর ১৯৯৮ সাল থেকে মক্তিযোদ্ধা দাবীদার শফিকুল আলমের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া মর্মে স্থানীয় মুক্তিযোদ্ধারা চ্যালেঞ্জ করেন। এ প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দীর্ঘ তদন্তে শফিকুল আলমের দাখিলকৃত সকল কাগজপত্র জাল ও ভিত্তিহীন প্রমাণিত হয়। পরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে মন্ত্রণালয়ের গেজেট শা9র ২৫৯৮ নম্বর স্মারকে তার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়। যা জেলা প্রশাসনের ০২ জুন ২০২১ তারিখের ৫১৩ নম্বর স্মারকে কার্যকর করা হয়। Related posts:বর্ণিল সাজে পালিত হচ্ছে বই উৎসবঅমর ২১শে বই মেলার ইতিহাসব্রাহ্মণবাড়িয়া-২ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে Post Views: ১৮০ SHARES আইন-আদালত বিষয়: পরিষদবাতিলব্রাহ্মণবাড়িয়ামুক্তিযোদ্ধা